স্কুলছাত্রকে বাঁচাতে গিয়ে দিনাজপুরের খানসামায় প্রাণ গেল মোটরসাইকেল চালক মোশরাফুল আলমের (১৮)। মোশরাফুল আলম খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া গ্রামের হকেরহাট এলাকার ছকেত আলীর ছেলে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে খানসামা উপজেলার হকেরহাট থেকে পাকেরহাট আসার পথে শিমুলতলী মোড়ের দক্ষিণে ময়দানপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালক মোশরাফুল আলম হকেরহাট থেকে পাকেরহাট আসার পথে ময়দানপাড়ে শিমুলতলা এলাকায় বাঁকা রাস্তা পারাপারের সময় স্কুল ছাত্র ইউসুফ ইসলামকে বাঁচাতে গিয়ে তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। পরে রক্তাক্ত অবস্থায় মোটরসাইকেল চালককে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নুর ফারিয়া আইরিন তাকে মৃত ঘোষণা করেন। খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হক সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।