রংপুরের স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গোয়েন্দা পুলিশের এএসআই রাহেনুলের পাঁচদিনের ও অপর দুই আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার সকালে কড়া নিরাপত্তায় রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পিবিআই।
এসময় মামলার তদন্ত কর্মকর্তা রাহেনুলের সাতদিন ও দুই আসামির তিনদিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে রাহেনুলের পাঁচদিন ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার মেঘলা ও সুরভীর তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ২৫শে অক্টোবর রংপুর নগরীর বাহার কাছনার একটি বাসায় দলবদ্ধ ধর্ষণের শিকার হন নবম শ্রেণির এক ছাত্রী। পরদিন ওই ছাত্রীর বাবা হারাগাছ থানায় এএসআই রাহেনুলসহ অজ্ঞাত কয়েকজনের নামে মামলা করেন। এরপরই গ্রেপ্তার হন পাঁচজন। এরই মধ্যে দুই আসামি আবুল কালাম আজাদ ও বাবুল হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।