নাটোরে সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।
সদর উপজেলার নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, ছয়দিন আগে বাড়ি ফিরে স্ত্রী শিল্পীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয় স্বামী মনিরের। এর জের ধরে সোমবার রাতে স্ত্রীকে কুপিয়ে জখম করে সে।
এ ঘটনা দেখে ফেলায় সন্তান চিৎকার শুরু করলে পালিয়ে যায় মনির। এ সময় আশপাশের মানুষ ছুটে এসে তাকে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন শিল্পী।