ads
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

স্ত্রীর অর্জিত অবৈধ সম্পত্তির মামলায় কারাগারে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২২ বার পঠিত

এবার স্ত্রীর অর্জিত অবৈধ সম্পত্তির মামলায় কারাগারে পাঠানো হলো টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ দাশকে। দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে হাজির করা হয় তাকে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের কড়া পাহারায় প্রদীপ দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। অবশ্য তার আগে পুরো আদালত ভবন কর্ডন করে রাখে কয়েকশ পুলিশ সদস্য। মাত্র কয়েক মিনিটের শুনানি শেষে আদালত তাকে দুদকের দায়েরকৃত এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মূলত এটি প্রদীপের স্ত্রী চুমকির অবৈধ সম্পদ অর্জনের মামলা। কিন্ত বর্তমানে তিনি পলাতক রয়েছেন। আদালতে প্রদীপের পক্ষ থেকে তার আইনজীবী জামিনসহ ৪টি আবেদন জমা দেন। আদালত আগামী ২০ সেপ্টেম্বর জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন।

৩ কোটি ৯৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন ২৩ আগষ্ট এ মামলা দায়ের করেন। অভিযুক্ত প্রদীপ দাশ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102