ঈশ্বরদী প্রতিনিধি, শাহীন উদ্দীনঃ ঈশ্বরদী সাহিত্য কোলাহলের সিনিয়র সহ-সভাপতি ও বিশ্ববাংলা সাহিত্য পরিষদ, ঈশ্বরদী শাখার ক্রীড়া সমন্বয়ক প্রয়াত রফিকুল ইসলাম (স্বপন বিশ্বাস) ও সহ-সাধারণ সম্পাদক শেখ সাগর রহমান রানাসহ পাবনার চাটমোহর হান্ডিয়াল চলনবিলে মর্মান্তিক নৌকাডুবিতে নিহত পাঁচ জনের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সংগঠন ঈশ্বরদী সাহিত্য কোলাহল ও বিশ্ববাংলা সাহিত্য পরিষদ এর উদ্যোগে আজ সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঈশ্বরদী আরামবাগ হোটেল সংলগ্ন অস্থায়ী কার্যালয় এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিশ্ববাংলা সাহিত্য পরিষদ, ঈশ্বরদী শাখার সমন্বয়ক ও বিশিষ্ট বিজ্ঞানী ড.কুয়াশা মাহমুদের সভাপতিত্বে প্রয়াত স্বপন বিশ্বাস ও শেখ সাগর রানাসহ সকলের কর্মের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহিদুর আলম সনু, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহাবুবুল হক দুদু, জেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক আ ফ ম রাজিবুল আলম ইভান, দৈনিক আলাপের সম্পাদক আশিকুর রহমান লুলু, সংগঠক আতাউর রহমান বাবলু, সমাজসেবক আব্দুল লতিফ মিন্টু, কলাম লেখক নূরুল ইসলাম বাবলু প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক মীর হুমায়ুন কবীর বিপ্লব, শাহীন উদ্দিন, আব্দুস সাত্তার, সাব্বির আহমেদ, শিশির মাহমুদ, হাসান ইসলাম, নূরে আলম সিদ্দিকী নাহিদ প্রমূখ।
পরিচালনা করেন ঈশ্বরদী সাহিত্য কোলাহলের সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস।
সার্বিক ব্যবস্থাপনা ও দোয়া পড়ান ঈশ্বরদী সাহিত্য কোলাহলের সভাপতি রইচ উদ্দিন বাবলু।