স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তারা দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে আছেন।
সূত্রঃ ডিবিসি নিউজ
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে মোট প্রাণ গেল ৬ হাজার ১শ’ ৯৪ জনের।
গেল ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে এক হাজার ৮শ’ ৩৭ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত চার লাখ ৩২ হাজার ৩শ’ ৩৩জন।
একদিনে আরও এক হাজার ৬শ’ ৯৩ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ তিন লাখ ৪৯ হাজার ৫শ’ ৪২ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক আট পাঁচ শতাংশ। আর মৃত্যুহার এক দশমিক চার তিন শতাংশ।