শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলাধীন নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম নাঙ্গলমোড়া হেদায়াত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্ত্রীকে আটক করে পুলিশ।
মৃত এম সেলিম উদ্দিন মধ্যম নাঙ্গলমোড়া হেদায়াত আলীর বাড়ির মরহুম রাজা মিয়ার ছোট ছেলে।
জানা গেছে, গত ৭ দিন ধরে চট্টগ্রাম শহরে বোনের বাসায় ছিলেন সেলিম। গতকাল বাড়ি ফিরলে স্ত্রী কুলছুমা সিদ্দিকার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্ত্রী লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, স্বামীকে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। স্ত্রীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।