অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের ১২ কর্মকর্তা ও কর্মচারীকে আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।
দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়া, যন্ত্রপাতিসহ বিভিন্ন কেনাকাটায় যোগসাজশ করে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
এ ছাড়াও প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ রয়েছে এসব কর্তকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে। দুদকের উপপরিচালক শামসুল আলমের দেয়া নোটিশে তাদেরকে দুদকে হাজির হওয়ার জন্য চিঠি দেয়া হয়েছে। তাদের নিজের ও তাদের স্ত্রীর আয়কর রিটার্ন দেয়ার কপি ও পাসপোর্ট নিয়ে আসতে বলা হয়েছে।