হত্যার উদ্দেশ্যেই কক্সবাজারে সময় সংবাদের প্রতিবেদক সুজাউদ্দিন রুবেলের ওপর চালানো হয় হামলা। মৃত ভেবে ফেলে যাওয়া হয় রাস্তায়। এই ঘটনায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের গেইট থেকে মাত্র ১৫ গজের দূরত্ব। তাও আবার সীমানা ঘেঁষা এই স্থানেই সাংবাদিক সুজাউদ্দিন রুবেলের উপর হামলা চালিয়েছে চার দুর্বৃত্ত। হত্যার জন্যই পেছন থেকে শ্বাসনালী চেপে ধরেছিলো তারা।
সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেল বলেন, আমি যখন এখানে পৌঁছায় তখন রাত ১২টা ২০ মিনিটের মতো হবে। পেছন থেকে আমার গলা প্রচণ্ডভাবে চেপে ধরে। এক থেকে দেড় মিনিট পর আমার নিঃশ্বাস যখন প্রায় বন্ধ হয়ে যায় তখন সে মনে করেছে আমি মারা গেছি।
তিনি বলেন, আমার কাছে টাকা ছিলো, অন্যান্য জিনিসপত্র ছিলো। কিন্তু তারা সেগুলো কেনো নেয়নি? শুধু দুইটা মোবাইল ফোন নিয়ে গেছে। ছিনতাইকারী হলে সবকিছু ছিনিয়ে নিয়ে যাবে। কিন্তু আমার মৃত্যু কেনো চাচ্ছে?
হামলার পরই চার দুর্বৃত্তের দু’জন রিকশাযোগে বাহারছড়ার দিকে এবং বাকি দু’জন হিলটপ সার্কিট হাউজের দিকে চলে যায়। এই ঘটনায় রোরবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানায় মামলা করেন সুজাউদ্দিন রুবেল।
দুর্বৃত্তরা রুবেলকে রাস্তার উপর ফেলে চলে যাওয়ার সময় তার কাছে থাকা দুটি মোবাইল সেট নিয়ে যায়। নগদ টাকাসহ অন্যান্য মালামাল না নেয়ায় এটিকে পরিকল্পিত হামলা হিসাবেই দেখছেন সাংবাদিক নেতারা।
কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, হামলা হয়েছে, অতীতেও হয়েছে। পেশাগত কাজ করতে গিয়ে আমরা নানা ধরণের হয়রানির সম্মুখীন হচ্ছি। আমরা চাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হোক।
এর আগে ২০১৬ মাদক নিয়ে নিউজ করতে গিয়ে টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছিলেন সাংবাদিক সুজাউদ্দিন রুবেল।