কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটু আই প্রকল্পের দিনাজপুরের ফুলপুর কার্যালয়ে সহকারি প্রোগ্রামার মারা গেছেন।
তিনি হলেন: মাহমুদুল হাসান চৌধুরী (৩২)। সে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার নানিয়াপাড়া গ্রামের হাজী আব্দুল মালেক চৌধুরীর ছেলে।
এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইন উপজেলার হাসানপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে ঢাকার মীরপুর হাউজিং স্টাফ কোয়ার্টারের বাসিন্দা আবুল খায়ের নিজামীর ছেলে তানভির খায়ের (৩০), ঢাকার মতিঝিল এলাকার আমিনুল হকের ছেলে শামসুল হক (৩৬) ও কুমিল্লার মমিনুল হকের ছেলে ফকরুল ইসলাম (২৮)। তাদের আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নৌকার মাঝি কিশোরগঞ্জের ইটনা উপজেলার পাঁচকাওনিয়াগ্রামের মুসলিম খাঁর ছেলে আবুল কালাম। তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ১৪/১৫ জন ফেসবুক বন্ধু একসাথে কিশোরগঞ্জের হাওরে পর্যটন এলাকায় ঘুরতে আসেন। করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তারা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের অলওয়েদার সড়কে ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজের কাছে পানির ওপর হেলে থাকা পল্লী বিদ্যুতের একটি তারের স্পর্শে পুরো নৌকাটি বিদ্যুতায়িত হয়ে যায়।
এতে ৫ জন আহত হন। তাদের মধ্যে হাসপাতালে আনার পর রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।