ads
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ১১ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে গত দুইদিন ধরে নোয়াখালীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে দেখা গেছে। গ্রামের অনেক সড়কে গাছপালা পড়ে মানুষের স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে। আকাশ মেঘলা রয়েছে।

নোয়াখালীর উপকূলীয় অঞ্চল কোম্পানিগঞ্জ ও দ্বীপ উপজেলা হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৪নং হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সারা দেশের সঙ্গে হাতিয়ার নৌ-যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত মানতে বলা হয়েছে।

হাতিয়া উপজেলা সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান জানান, ‘আমাদের ১৭৭টি ইউনিটে ৩ হাজার ৫৪০জন স্বেচ্ছাসেবককে সব সময় প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মাইকিং করে জনগণকে সতর্ক করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া হুঁশিয়ারি সংকেত থাকায় হাতিয়া উপজেলায় সব ইউনিটে একটি করে সিগন্যাল পতাকা উত্তোলন করা হয়েছে।’

নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, ‘আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাতিয়ার সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও জেলা সদরের সব নৌ-চলাচল বন্ধ থাকবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ১৬:২৮
  • ১৮:১৫
  • ১৯:২৮
  • ৫:৫৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102