নোয়াখালীর হাতিয়ায় মাদ্রাসাছাত্রীকে উত্যক্ত ও ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড পাওয়া দুইজন হলেন- চরকিং ইউনিয়নের ধনুমিয়ার হাট এলাকার ইলিয়াস ও হাতিয়ার উত্তর বেজুগালিয়া গ্রামের আলতাফ। এর মধ্যে ইলিয়াসকে এক বছর ও আলতাফকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, মাদ্রাসায় আসা যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করতো তারা। সম্প্রতি ওই ছাত্রীর বিয়ে ঠিক হলে তার হবু স্বামীকে আপত্তিকর কথা বলে ইলিয়াস ও আলতাফ।
বিষয়টি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার। দুপুরে উপজেলার হাতিয়া বাজার থেকে দুইজনকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।