ads
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

হামলা ঠেকাতে ইসরায়েলের ব্যয় দিনে ২০০ মিলিয়ন ডলার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১ বার পঠিত

চলমান যুদ্ধের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের প্রতিদিন আনুমানিক ২০০ মিলিয়ন ডলার খরচ হচ্ছে।

যার ফলে দেশটিতে অর্থনৈতিক বিপর্যয় ও প্রতিরক্ষা ব্যয়ের চাপ দ্রুত বেড়ে চলেছে— এমনটাই জানিয়েছে পশ্চিমা ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত তীব্রতর হওয়ায় ইসরায়েল আর্থিকভাবে ব্যাপক চাপে পড়েছে এবং প্রতিদিনের খরচ কয়েকশ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, এ খরচের সবচেয়ে বড় অংশই ব্যয় হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চালু রাখতে, যা ইরানের একের পর এক হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালে উদ্ধৃত বিশেষজ্ঞদের মতে, শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাই প্রতিদিন ২০০ মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করতে পারে।

এদিকে ইরানি হামলার অর্থনৈতিক প্রভাব ইসরায়েলি-অধিকৃত শহরজুড়ে অনুভূত হচ্ছে।

ইসরায়েলি সংবাদপত্র মারিভ স্বীকার করেছে, তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার কারণে অর্ধেকের বেশি দোকান বন্ধ হয়ে গেছে।

প্রতিবেদনটি শহরের বাজারগুলোকে “ফাঁকা ও নিস্তব্ধ” হিসেবে বর্ণনা করেছে, যা দৈনন্দিন জীবনে ব্যাপক অচলাবস্থার প্রতিফলন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102