দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের আসন কেন শুন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হারুনুর রশিদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি করে এই রুল দেয়।
গত বছরের অক্টোবরে শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম ৪০৯ ধারায় এ রায় দেন।