ads
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮ বার পঠিত

শফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি; দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। শনিবার (৫ সেপ্টেম্বর) হালদা নদীর সত্তারঘাট হতে নয়াহাট পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ সময় অভিযান চালিয়ে ১হাজার মিটার ভাসাজাল জব্দ ও অবৈধভাবে বালু তোলার বালুভর্তি ১০টি নৌকা ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে অভিযানে এসময় মেখল এলাকার মোঃ জাফর নামে এক নৌকার মালিককে ২০হাজার টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে রুহুল আমিন জানান, উপজেলা প্রশাসনের বারবার অভিযান পরিচালনার ফলে মাছ শিকার, ইঞ্জিন চালিত নৌকা চালিয়ে বালু উত্তোলন প্রায় বন্ধ হলেও কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে অবৈধভাবে মাছ শিকার, বালু উত্তোলনে এখনো ব্যস্ত। তাই এবার বালু উত্তোলনের ১০টি নৌকা বালুসহ হালদার মাঝে নিয়ে ধ্বংস করে দিয়েছি। নৌকার অভাবে কিছুটা হলেও তারা দমে যাবে বালু উত্তোলনের কাজে। অভিযানে অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরো বলেন, এখন থেকে প্রশাসন আরো কঠোর পদক্ষেপ নেবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102