বগুড়ার শিবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিকে দেখতে না দেওয়ার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার উথলী রথবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, জেলার শিবগঞ্জ পৌর এলাকার আকন্দ পাড়া মহল্লার রায়হান নামের এক মোটর শ্রমিক দুই দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। তিনি বাড়ি আসলে তাকে হোম কোরাইন্টাইনে রাখা হয়। তাকে দেখতে উথলী রথবাড়ী এলাকার দুই মোটর শ্রমিক বৃহস্পতিবার রাতে তার বাসায় যান। এসময় মহল্লার লোকজন তাদের বাড়িতে ঢুকতে না দিয়ে রাস্তা থেকে বিদায় করে দেন। এ ঘটনার জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে আকন্দ পাড়া গ্রামের কয়েক ব্যাক্তি রথবাড়ীতে এলে তাদের মারধর করা হয়। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন বিষয়টি মীমাংসার জন্য রথবাড়ীতে বৈঠক বসেন। বৈঠকের এক পর্যায়ে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।এ সময় রিপন, রশিদ, সেলিম, কুদ্দুস, এনামুল, সিহাব, সৌরভসহ ১০ জন আহত হন।
কাউন্সিলর ফরিদ উদ্দিন জানান, দুই গ্রামবাসীর মধ্যে হোমকোরাইন্টাইনে থাকা ব্যাক্তিকে নিয়ে যে বিরোধ হয়েছে তা সমযোতা করার জন্য বৈঠক বসলে দু’পক্ষ হঠাৎ করে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।