বিএনপির মেয়রপ্রার্থী সফিকুর রহমান ভূঁইয়ার আকস্মিক মৃত্যুতে স্থগিত হওয়া চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর।
ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম পদ্ধতিতে এই নির্বাচনে ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৭সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৪ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
পরবর্তীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শেষে আগামী ১০ অক্টোবর শনিবার ভোটগ্রহণ। ঐ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়ার আকস্মিক মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন। গত ২৯ মার্চ এই নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে গত ১৬ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিত করে কমিশন। নতুন করে এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাঁদপুর পৌরসভার স্থগিত নির্বাচন সম্পন্নের লক্ষ্যে শুধুমাত্র মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবেন।
এছাড়া, আগে মেয়র পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের আর নতুন করে মনোনয়নপত্র দাখিলের প্রয়োজন হবে না। একই সঙ্গে সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে নতুন করে মনোনয়নপত্র দাখিল করার সুযোগ নেই।