নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ ১২৮টি রোগীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ৬৪ লাখ টাকার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৬ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত চেক বিতরণীতে সভাপতিত্ব করেন, সমাজ সেবার উপ-পরিচালক উম্মে কুলসুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম (তসি), সদর উপজেলার নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকারসহ অনান্যরা।- কপোত নবী।