ads
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম

২০২২ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

২০২২ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সূচি অনুযায়ী, ২০২২ সালের ৪ মার্চ নিউজিল্যান্ডের তাউরাঙ্গার বে ওভালে পর্দা উঠছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের। নিউজিল্যান্ডের ছয়টি শহরে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

অংশ নেবে ৮ দল। খেলবে ৩১টি ম্যাচ। ২০২২ সালের ৩ এপ্রিল ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হবে ফাইনাল।

আট দলের ২০২২ নারী বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই পাঁচটি দল কোয়ালিফাই করে ফেলেছে। এই পাঁচটি দল হল- নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ভারত। তারা সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি তিনটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।

২০২১ সালে শ্রীলঙ্কায় আয়োজিত কোয়ালিফায়ার থেকে বাকি তিনটি দল ২০২২ বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে। ২০২১ সালে ২৬ জুন থেকে ১০ জুলাই নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলি হবে।

প্রসঙ্গত ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ নারী ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপে সেটি পিছিয়ে গেছে ২০২২ সালে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102