২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে বিচারের আওতায় আনার দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ২১শে আগস্ট গ্রেনেড হামলায় দ্রুত বিচারের দাবিতে আলোচনা সভায় একথা বলেন তিনি।
বিএনপি- জামায়াতের পৃষ্ঠপোষকতায় ২১শে আগস্টের হামলা সংগঠিত হয়েছিল মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, আহতদের বাঁচাতে কোন সাহায্য পর্যন্ত করা হয়নি।
তারেক রহমানের নির্দেশে ২১শে আগস্টের গ্রেনেড হামলা পরিচালিত হয়েছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। জনগণের কাছে ক্ষমা চেয়ে, কলঙ্কমুক্ত হয়ে বিএনপির রাজনীতি করা উচিত বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।