ads
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

২১ আগস্ট গ্রেনেড হামলার অন্তরালে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২৬ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান, বঙ্গবন্ধুকন্যা ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের এক সন্ত্রাসবিরোধী সভায় ইতিহাসের বর্বরোচিত যে গ্রেনেড হামলা চালিয়ে ছিল, সে হামলার অন্তরালে যে হাওয়া ভবন এবং বিএনপি-জামায়াত জোট সরকার জড়িত ছিল, তা ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে প্রমাণিত হয়েছে। তাদের নির্দেশেই বিশেষ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মামলার সব আলামত নষ্ট করে এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে বলে তারা প্রচার করে পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নোয়াখালীর নিরীহ জজ মিয়ার পরিবারকে আজীবন ভরণপোষণের লোভ দেখিয়ে সিআইডি জোর করে তার থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছিল।

এ মামলাটি বিএনপি-জামায়াত জোট আমলে কূটকৌশলে এক রকম ধামাচাপা দেওয়ার ব্যবস্থাই করা হয়েছিল। কিন্তু বিধিবাম ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার মামলাটি পুনরুজ্জীবিত করে এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সাধারণ নির্বাচনে তিন-চতুর্থাংশ মেজরিটি নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় এসে মামলাটি পুনঃতদন্তের ব্যবস্থা করলে থলের বিড়াল বেরিয়ে আসতে থাকে। এই মামলায় বিএনপি-জামায়াত জোটের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস ছালাম পিন্টু ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ অনেককেই সিআইডির একাধিকবার জিজ্ঞাসাবাদে এ তথ্য বেরিয়ে এসেছে যে, হামলা থেকে শুরু করে সব ছিল হাওয়া ভবন ও তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের নখদর্পণে। কিন্তু অপারেশন সাকসেসফুল না হওয়ায় বেকায়দায় পড়ে বিএনপি-জামায়াত জোট সরকার। ঘটনার দায় এড়ানোর দায়িত্ব পড়ে হাওয়া ভবনের ওপর। দায়িত্ব পেয়েই হাওয়া ভবন উঠে পড়ে লাগে আলামত গায়েব করার। এ আলামত গায়েবের দায়িত্ব দেওয়া হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ওপর। তিনি সিআইডির কর্মকর্তাদের আজীবন সুবিধা দেওয়ার নিশ্চয়তাসহ পদোন্নতি দেওয়ার লোভ দেখিয়ে কব্জা করেন। এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের দায়িত্ব পড়ে সিআইডির সাবেক এসপি মুন্সী আতিকুর রহমান ও এএসপি আবদুর রশীদের ওপর।

হাওয়া ভবনে শেখ হাসিনা কিলিং মিশনের যে বৈঠক হয়েছিল, মুফতি হান্নানের সে-বিষয়ক সাক্ষাৎকারটি ওয়েবসাইটে দেখলে যে কেউ আতঙ্কে শিউরে উঠবেন। প্রখ্যাত সাংবাদিক শাহরিয়ার কবিরের ‘প্রোর্ট্রেট অব জিহাদ’ প্রামাণ্য চিত্রে মুফতি হান্নানের (ফাঁসিতে দন্ডিত) এই লোমহর্ষক সাক্ষাৎকারটি অন্তর্ভুক্ত হয়েছে। ওই সাক্ষাৎকারে মুফতি হান্নান শেখ হাসিনার কিলিং মিশনের গ্রেনেড হামলার আদ্যপান্ত বর্ণনা করেছেন। ওই প্রামাণ্যচিত্রে হরকাতুল জিহাদ নেতা হান্নান বিএনপি-জামায়াত জোট শাসনামলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অঘোষিত যুবরাজের হাওয়া ভবনে বসে হামলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে উল্লেখ করেন। ওই সভায় জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ (যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর), তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীসহ কয়েকজন জঙ্গি নেতার উপস্থিতির কথা তিনি বলেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার অপারেশনাল কমান্ডার মুফতি হান্নান হাওয়া ভবনে বৈঠক হওয়া থেকে শুরু করে জিয়াপুত্র তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বঙ্গবন্ধুর হত্যাকান্ডের ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর নূর জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য সাক্ষাৎকারে প্রকাশ করেছেন। মুফতি হান্নান তার জবানবন্দিতে বলেন, ‘হামলার মূল পরিকল্পনাই ছিল শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করা। যার পরিকল্পনায় ছিল বঙ্গবন্ধু হত্যাকান্ডের ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি খুনি নূর চৌধুরী এবং তারেক জিয়া নিজে। চারটি গোপন বৈঠকের মাধ্যমেই ২১ আগস্ট হামলার পুরো চক্রান্ত করা হয় হাওয়া ভবনে বসেই। ১৪ আগস্ট হাওয়া ভবনে অনুষ্ঠিত বৈঠকে তিনটি প্রস্তাবের একটিকে অনুসরণ করে চালানো হয় মূল হামলা। ওই জবানবন্দিতে ফাঁস হয়ে যায় এই হামলায় হাওয়া ভবন তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের সংশ্লিষ্টতার কথা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102