রাষ্ট্রীয় অতিথি এবং অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের জন্য ২৬ ও ২৭ মার্চ রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ থাকবে।
রাজকাহন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগত ভিভিআইপিদের গমনাগমনের জন্য ২৬ ও ২৭ মার্চ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত এবং কিছু কিছু সময়ের জন্যে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।
বৃহস্পতিবার (২৫ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে, সাময়িক অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
এর আগে, ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজধানীবাসীকে সময় নিয়ে ঘর থেকে বের হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার এবং সদ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব পাওয়া মনিরুল ইসলাম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত ১০ দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের চলাচলের জন্য রাজধানীতে যানজটের সৃষ্টি হতে পারে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।