বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ১১বছর বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে।
সোমবার রাত সারে ৮টার দিকে মেমানীয় সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই স্পিডবোটের চালকসহ ৩জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা।
পুলিশ জানায়, নিহতের নাম রাজিয়া। সে ওই ইউনিয়নের ভারৈয়া গ্রামের বেল্লাল রাঢ়ির মেয়ে।
মামা আব্দুল্লাহর সাথে ভাগ্নি রাজিয়া হিজলা উপজেলার পুরান লঞ্চঘাট থেকে রাত ৮টার দিকে হিজলা গৌরবধী রুটের স্পিডবোটে ওঠে। এসময় বোটে চালকসহ তারা ৩ জন ছিল। সাড়ে ৮টার দিকে মেমানীয়া মেঘনা মোহনায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ওই স্পিডবোটে চালকসহ ৬জন ছিল।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার সিকদার জানান, এতে স্পিডবোটের বডি ভেঙ্গে রাজিয়ার পেটে ঢুকে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে শিশুর মামা আব্দুল্লাহ অক্ষত আছে। দুই স্পিডবোটের চালকসহ আহত ৩ জনকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।