নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ৫০০ পিস মরণনেশা ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়ার মো. নাজমুল হকের ছেলে বদর আলী (৩৫)।
জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর শনিবার রাত পোণে ১১ টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়ায় এসআই অনুপ কুমার সরকার ও এসআই মশিউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।- কপোত নবী।