৩য় ওয়ানডে খেলতে ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ।
আজকের দিনটা সুইমিং পুলে রিকভারি সেশনে পার করেছে টাইগাররা। কাল নামবে মাঠের অনুশীলনে। এরপরই ২৬ তারিখ ভোর ৪টায় সিরিজের ৩য় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ।
এত কাছে তবু এত দূরে? একের পর এক রানআউট আর ক্যাচ মিসে হাতছাড়া নিউজিল্যান্ডে ওদের সাথে প্রথম জয়ের সুযোগ। ১৫টা ওয়ানডে খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।
ঐ হার নিয়ে পড়ে থাকলে তো আর চলে না। ক্রাইস্টচার্চ থেকে বিমানে চেপে টাইগারদের পরের গন্তব্য ওয়েলিংটন। ৩ ওয়ানডের পর ৩ টি-টোয়েন্টি। সবগুলোই আলাদা ভেন্যুতে। ভ্রমণ ঝাক্কি তাই থাকছেই। ওসবের মাঝেই ইতিহাস বদলানোর আরেকটা সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ২৬ শে মার্চ ভোরে ৩য় ওয়ানডে। সিরিজ হাতছাড়া হয়ে গেলেও এখনও সম্ভব ১০টা পয়েন্ট অর্জন করা। সম্ভব কিউই ডেরায় প্রথম জয়ের দেখা পাওয়া।
প্রথম ওয়ানডেতে ১৩১ এর পরই মনোভাব ছিল ২৬০-৭০ করলে জেতা সম্ভব। ২৭১ করেও হারতে হয়েছে বাজে ফিল্ডিংয়ে। কিউই কন্ডিশনে বোল্ট-হেনরিদের সামলে রান করা যে সম্ভব সেই বিশ্বাসটা ফিরেছে। ওয়েলিংটনে পৌঁছে টাইগাররা সময় কাটিয়েছে রিকভারি সেশনে।
স্বাধীনতা দিবসে খেলা। অতীত ইতিহাস বদলে দেশবাসীকে একটা জয় কি উপহার দিতে পারবে টাইগাররা?