রিয়েল এস্টেট ব্যবসার নামে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অন্যের জমি দখল ও বিভিন্নজনের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নাসিমের বিরুদ্ধে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রূপনগর আবাসিক এলাকা ও চিড়িয়াখানা রোডে নাসিম রিয়েল এস্টেটের অফিসে যৌথ অভিযান চালায় র্যাব ও পুলিশ। এ সময় ইমাম হোসেন নাসিম ও তার স্ত্রী হালিমা আক্তার সালমাকেও গ্রেপ্তার করা হয়।
অভিযানে বিদেশি অস্ত্র, মদ, জাল টাকা ও চেকবই উদ্ধার হয়েছে।
র্যাব জানায়, নাসিমের বিরুদ্ধে রিয়েল এস্টেট ব্যবসার নামে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অন্যের জমি দখল ও বিভিন্নজনের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও প্রতারণার ৪টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।