ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

৩৮ ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩৫ বার পঠিত

স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় চট্টগ্রাম মহানগরীর ৩৮টি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো. নুরুল্লাহ নূরী। তিনি জানান, চিঠি দিয়ে তাগাদা দেওয়া সত্ত্বেও এসব ডায়গনস্টিক সেন্টার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নবায়ন না করায় ছাড়পত্র বাতিল করা হয়েছে। রোববার থেকে এই বাতিল আদেশ কার্যকর হয়েছে।

ছাড়পত্র বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- নগরীর হালিশহরের অর্গান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার; চাঁন্দগাওয়ে রয়েল প্যাথলজি সেন্টার; মেডিকেল স্কয়ার; খুলশীর সিইআইটিসি লেন্স প্রসেসিং ইউনিট; হামজারবাগের সিটি লাইফ ডায়াগনস্টিক কমপ্লেক্স; আগ্রাবাদের সানওয়ে মেডিক্যাল সেন্টার; বারিক বিল্ডিংয়ের সানওয়ে মেডিকেল সেন্টার; মনসুরাবাদ, জামালখান ও ডবলমুরিংয়ের সূর্যে হাসি নেটওয়ার্কের তিনটি শাখা;

পাঁচলাইশের দি হেলথ হোম (প্রা) লি; চকবাজারের উডল্যান্ড ডায়াগনস্টিক সেন্টার; পাঁচলাইশ এলাকার চিটাগং কেমোথেরাপি সেল সেন্টার; রঙ্গিপাড়া এলাকার নিষ্কৃতি ক্লিনিক; উত্তর কাট্টলী ও চান্দগাঁওয়ের ইমেজ সূর্যের হাসি ক্লিনিকের দুটি শাখা; আন্দরকিল্লা এলাকার মুন ডায়াগনস্টিক সেন্টার;  আগ্রাবাদের রোজভ্যালি হেলথ সেন্টার; নতুন বাজার এলাকার কিউম্যাক্স হেলথ কেয়ার; হালিশহরের মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার; বন্দর ফ্রি পোর্ট এলাকার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার; বাকলিয়া ও অক্সিজেন মোড়ের ব্র্যাক যক্ষ্মা নির্ণয় কেন্দ্রের দুটি শাখা;

পতেঙ্গার কাঠঘর ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার; রামপুরের এম এন ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার; ঈদগাঁ এলাকার মেডিসেভ প্যাথলজি ল্যাব; জামালখানের ল্যাব ওয়ান হেলথ সার্ভিসেস; সদরঘাটের পালস ক্লিনিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড ডায়াগনসিস; জামালখান রোডের দি মেডিক্যাল ল্যাবরেটরি; আগ্রাবাদ এক্সেস রোডের মেডিসন মেডিক্যাল সার্ভিসেস লি.; প্যানাসিয়া ক্লিনিক্যাল ল্যাব প্রা. লি.; মেহেদীবাগের হরমোন ও ডিএনএ সেন্টার; কে বি ফজলুল কাদের রোডের কর্ণফুলী ব্লাড ব্যাংক অ্যান্ড থ্যালাসেমিয়া সেন্টার; খুলশীর চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন; শেরশাহ কলোনীর বায়েজিদ ডায়াগনস্টিক সেন্টার; প্রবর্তক মোড়ের বাংলাদেশ আই হসপিটাল লি.; কালুরঘাটের হেলথ লাইন ডায়াগনস্টিক লিমিটেড এবং কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার।

যেসব ডায়াগনস্টিক সেন্টারের ছাড়পত্র বাতিল হয়েছে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102