তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় তারকা রদ্রিগো। লা লিগায় গত বুধবার গ্রানাডার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি।
নিজেদের ওয়েবসাইটে শুক্রবার এক বিবৃতিত রদ্রিগোর পেশির চোটের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে অবশ্য কত দিনের জন্য ছিটকে গেছেন, পরিষ্কার জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, তিন মাসের মত সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফরোয়ার্ডের।
ঘরের মাঠে গ্রানাডার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল। ওই ম্যাচেরই প্রথমার্ধে প্রতিপক্ষের ট্যাকলে পড়ে গিয়ে পায়ে শক্ত আঘাত পান রদ্রিগো। পরে স্ট্রেচারে করে মাঠে ছাড়েন তিনি।