ads
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

৫০ বছরের ইতিহাসে যে টেস্ট মাত্র দুই দিন টিকেছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ১৬ বার পঠিত

একবার ভাবুন তো, আপনাকে টেস্ট ম্যাচ উপভোগ করতে হবে, যেটির কোনো সময়সীমা থাকবে না। ফল বের না হওয়া পর্যন্ত খেলা চলতেই থাকবে!

সোজা বাংলায় টাইমলেস টেস্ট। ২০২০ সালে আপনি কি সেই ম্যাচ উপভোগ করবেন? ২২ গজে স্টিভেন স্মিথ বা বিরাট কোহলি নইলে মিচেল স্টার্ক বা নেইল ওয়াগনার যেই থাকুক টাইমলেস টেস্ট উপভোগ করা এ সময়ে শুধু কঠিনই নয় কষ্টসাধ্য। দর্শকদেরও দিতে হবে ‘টেস্ট’।

অথচ একটা সময় ছিল টাইমলেস টেস্ট। ফল না হওয়া পর্যন্ত খেলে যেত দুই দল। সেখান থেকে বিবর্তিত হয়ে টেস্ট ম্যাচের লাগাম এখন পাঁচ দিনে। আইসিসির মাথায় আবার ‘ভূত’ চেপেছে। তারা পরীক্ষামূলকভাবে চার দিনের টেস্ট আয়োজন করেছে। এখন তো আবার গোলাপি বলে দিবারাত্রির টেস্টও হয়।

টেস্ট খেলার জন‌্য কী সত‌্যিই পাঁচদিন যথেষ্ট নাকি দুইদিন হলেই হয়! পাঠক ঠিকই পড়ছেন দুইদিন! আন্তর্জাতিক মঞ্চে এমন টেস্টও তো হয়েছিল। সেজন‌্যই বলা টেস্ট ম‌্যাচ দুই দিন হলেই যথেষ্ট।

২০০০ সালে আজকের দিনেই ইংল‌্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ‌্যকার টেস্ট দুই দিনে শেষ হয়েছিল। ৫০ বছরের ইতিহাসে সেটিই ছিল প্রথম দুই দিনের টেস্ট। হেডিংলিতে টস জিতে ব‌্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস টিকে মাত্র ৪৮.৪ ওভার। মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় ব্রায়ান লারাদের দল। সর্বোচ্চ ৫৯ রান করেছিলেন রমনারেশ সারওয়ান। ইংলিশ পেসার ক্রেইগ ওয়াইট নিয়েছিলেন ৫ উইকেট।

প্রথম ইনিংসে ইংল‌্যান্ড খুব একটা ভালো করতে পারেনি। মাইকেল ভনের ৭৬, গ্রায়াম হিকের ৫৯ ও গ্রায়েম থর্পের ৪৬ রানে ২৭২ রান করে স্বাগতিকরা। ৫ উইকেটে ১০৫ রানে প্রথম দিন শেষ করে ইংল‌্যান্ড। দ্বিতীয় দিনের প্রথম সেশনে গুটিয়ে যায় তাদের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ যখন ব‌্যাটিংয়ে নামে তখন শতরানে পিছিয়ে ছিল। কিন্তু মাত্র ২৬.২ ওভারেই শেষ তাদের লড়াই। ৬১ রানে অলআউট সফরকারীরা। দিনের খেলা শেষ হওয়ার আগেই ম‌্যাচ হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ও ৩৯ রানে জিতে সেবার ইংল‌্যান্ড ১৯৬৬ সালের পর প্রথম ইনিংস ব‌্যবধানে জয়ের স্বাদ পায়।

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে গুড়িয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন পেসার অ‌্যান্ড ক‌্যাডিক। ডানহাতি পেসার এক ওভারেই নিয়েছিলেন ৪ উইকেট যার ৩টিই ছিল ইনসুইং ইয়র্কারে। সব মিলিয়ে ক‌্যাডিক ৫টি এবং ড‌্যারেন গহ ৪টি উইকেট নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ১৫:৫৬
  • ১৭:৩৬
  • ১৮:৫৩
  • ৬:৪৩
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102