ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এসএম ইকবাল হোসেন সুমন (নৌকা প্রতীক) ৬৫ গুণ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন (ধানের শীষ) পেয়েছেন ১৯০ ভোট।
সোমবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম ধাপে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সংরক্ষিত আসনে কাউন্সিলর ১নং ওয়ার্ডে শামছুন নাহার শিখা, ২নং ওয়ার্ডে নিলুফা ইয়াসমিন রত্না ও ৩নং ওয়ার্ডে মোছা. পারভীন আক্তার বিজয়ী হয়েছেন।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সিহাব উদ্দিন, ২নং ওয়ার্ডে আরিফুল ইসলাম ভূঁইয়া, ৩নং ওয়ার্ডে আজিজুল হক, ৪নং ওয়ার্ডে মো. সোরহাব উদ্দিন, ৫নং ওয়ার্ডে মশিউর রহমান কিরণ, ৬নং ওয়ার্ডে মো. আমান, ৭নং ওয়ার্ডে শাহজাহান সাজু, ৮নং ওয়ার্ডে মো. বাবুল হুসেন, ৯নং ওয়ার্ডে ফয়জুর রহমান জীবন নির্বাচিত হয়েছেন।