ads
শুক্রবার, ০৬ জুন ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

৬ দিনের রিমান্ড শেষে মমতাজকে কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪ বার পঠিত

দুই মামলায় ছয়দিনের রিমান্ড শেষে পতিত স্বৈরাচার সরকারের আমলে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও একসময়ের কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দুই দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জের হরিরামপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আইভি আক্তার তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত একটি হত্যা মামলায় সিংগাইর থানা পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে।

সিংগাইর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন বলেন, ‘হত্যা মামলায় মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই করে তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছি।’ এদিকে হরিরামপুর থানার ওসি মো. মমিন খান বলেন, ‘দুইদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে মমতাজ বেগমের কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ দিকসমূহ উঠে এসেছে। প্রাপ্ত তথ্য অনুসন্ধানে রয়েছে।’

২০১৩ সালে ধর্মভিত্তিক কয়েকটি দলের ডাকা হরতাল চলাকালে মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল এলাকায় মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন।২০২৪ সালের ২৫ অক্টোবর নিহতদের একজনের স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে, হরিরামপুর উপজেলার এক রাজনৈতিক কর্মসূচিতে হামলা, ভাংচুর ও মারধরের অভিযোগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আরেকটি নাশকতার মামলা দায়ের করেন, যেখানে মমতাজ বেগম অন্যতম আসামি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102