৯৯৯-এ ফোন, ফেলে যাওয়া বৃদ্ধাকে উদ্ধার করল পুলিশ। বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নেয়া হয়েছে বৃদ্ধাশ্রমে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২ টায় রাজধানীর রায়েরবাজার একজন বৃদ্ধাকে কে বা করা রাস্তায় ফেলে যায়। এলাকাবাসীর নজরে আসলে তারা বৃদ্ধার পরিচয় বের করার চেষ্টা করেন, পরে ব্যর্থ হয়ে ফোন দেন ৯৯৯-এ।
স্থানীয়রা জানান, এক বৃদ্ধাকে রাস্তায় ফেলে চলে যায়। আমরা চেষ্টা করেও তার স্বজনদের কোনো খোঁজ পাইনি। পরে ৯৯৯ এ ফোন করি। এরপর পুলিশ এসে বৃদ্ধাকে উদ্ধার করে।
কিছুক্ষন পর পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধাকে উদ্ধার করে। তিনি কথা বলতে না পারায় কোন ধরনের ক্লু না পেয়ে পুলিশও পরিচয় জানতে ব্যর্ধ হয়। পরে তাকে একটি বেসরকারি সংস্থার অধীনে বৃদ্ধাশ্রমে রাখা হয়।
মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মৃত্যুঞ্জয় সজল বলেন, একজন বৃদ্ধাকে কেউ ফেলে রেখে চলে যায়। আমরা উদ্ধার করে বৃদ্ধাশ্রমে হস্তান্তর করি।
এদিকে ওই বৃদ্ধার সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব থাকবে মোহাম্মদপুর থানা।