রংপুর নগরীর খটখটিয়া থেকে ২৬৭ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। ট্রাকের চালক, হেলপার ও ট্রাকে থাকা মিলারকে শর্তসাপেক্ষে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) নগরীর পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোহসিউল গনি বলেন, সরকারি ত্রাণের চাল সন্দেহ করে স্থানীয়রা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানায়। পুলিশ শুক্রবার দুপুরে তালতলি খটখটিয়া থেকে ২শ৬৭ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে।
চালের বস্তাগুলো ৩০ কেজির এবং বস্তার গায়ে ‘খাদ্য অধিদপ্তর’ লেখা ছিল বলেও জানান তিনি।
এ সময় ট্রাক চালক, হেলপার ও মিলার পুলিশকে জানায়, রংপুরের গঙ্গাচড়া খাদ্যগুদামে চাল দেয়ার পর বাতিল হওয়া চালগুলো খটখটিয়ায় একটি বাড়িতে রাখা হচ্ছিল। স্থানীয়রা সরকারি চাল সন্দেহ করে থানায় খবর দিয়েছে।
গঙ্গাচড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবিহা সুলতানা জানান, চলতি বোরো মৌসুমে সংগ্রহের জন্য একটি চালকল থেকে ৬৬৭ বস্তা চাল খাদ্য গুদামে নেয়ার সময় ২৬৭ বস্তা চালের মান খারাপ থাকায় খাদ্য গুদাম থেকে সেটি ফেরত দেয়া হয়। ওই চালের বস্তাগুলোই পুলিশ জব্দ করেছে।
খাদ্য কর্মকর্তার কাছে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ট্রাকচালক, হেলপার ও মিলারকে শর্তসাপেক্ষে তাদের স্বজনের জিম্মায় ছেড়ে দেয়া হয় বলে জানায় পুলিশ।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিউল গনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে খাদ্য অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত ও যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।