মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: আজ ২০/০৩/২০২২ তারিখ জেলা প্রশাসন, বাগেরহাট এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুবাইয়া বিনতে কাশেম কসাইপট্টি, কাঁঠালপাড়া মোড়, ফকিরহাট উপজেলাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত) ২০১৩ ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়,পাবলিক প্লেসে অবাধে ধূমপান করা এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা রোধে অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ০৫ টি মামলায় ০৫ জনকে ২,৬৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।