চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল মো. শামীম মিয়ার। কিন্তু ফরম ফিলাপের জন্য অতিরিক্ত এক হাজার টাকা প্রধান শিক্ষককে না দেওয়ায় মেলেনি অ্যাডমিট কার্ড। এতে আর কেন্দ্রে বসতে পারেনি ওই শিক্ষার্থী। ফলে পরীক্ষা দেওয়া হলো না পিতৃহীন শামীমের। আর এ ঘটনায় প্রধান শিক্ষকের বিচারের দাবি জানান স্থানীয় শিক্ষার্থীরা, এলাকার লোকজন ও মানবাধিকার কর্মীরা
চলতি বছরে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য অতিরিক্ত এক হাজার টাকা প্রধান শিক্ষককে না দেওয়ায় মে-লে-নি অ্যাডমিট কার্ড। ফলে পরীক্ষা দেওয়া হলো না পি-তৃ-হী-ন শামীমের। #বক্তব্য রাখছেন সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির (shrs-org.com)র সহকারী পরিচালক নাঈম ইসলাম