ads
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

অপসারণের গুঞ্জনের মধ্যেই ড. ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ফারুকী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত

গণ-অভ্যুত্থানের ছাত্রদের সঙ্গে থাকলেও অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে প্রশ্ন উঠেছে। এমন আলোচনা সমালোচনার মাঝেই রোববার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে অপসারণ করা হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীকে। এসব গুঞ্জনের মধ্যেই অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন সংস্কৃতি বিষয়ক এই উপদেষ্টা।

রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন তথ্য জানান।

শফিকুল আলম ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করে ক্যাপশনে লেখেন, আমাদের সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকী। সোমবার তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন। শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতি আনা যায়, সেই পরিকল্পনাও তুলে ধরবেন ফারুকী।

এর আগে, গত ১০ নভেম্বর অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এরপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ফারুকীর বিগত দিনের ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হতে শুরু করে। ফারুকীকে আওয়ামী সরকারের দোসর উল্লেখ করে অনেকে তার পদত্যাগ দাবি করেন।

যদিও সমালোচনার জবাবও দেন তিনি। নিজের অবস্থান পরিষ্কার করে ফারুকী এক ফেসবুক পোস্ট করেন তিনি। এতে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে ডাহা মিথ্যা কথা বলে উল্লেখ করন। উপদেষ্টা হিসেবে তিনি নিজের কাজ উপভোগ করছেন বলে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102