ads
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম

অপহরণ করে মুক্তিপণ দাবি, র‌্যাবের ৪ সদস্য গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪৮ বার পঠিত

অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে র‌্যাবের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ।
থানা সূত্র জানায়, তামজিদ নামে এক যুবককে র‌্যাব সদস্যরা অপহরণ করে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহৃতের বোনের কাছে।

এ ঘটনায় অপহৃত তামজিদের বোন বৃহস্পতিবার রাতে হাতিরঝিল থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

অপরাধীদের সনাক্ত এবং ভিকটিমকে উদ্ধারের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এর পর শুক্রবার দুপুরে পুলিশ চারজন র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। জানা গেছে, অপহৃত তামজিদের বাড়ি মগবাজারের ১/২, মীরবাগ এলাকায়।

এ ব্যাপারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার জানিয়েছেন যে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ র‌্যাবের ৪ সদস্যকে আটক করেছে। বিকালে পুলিশ ওই ৪ সদস্যকে র‌্যাবের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে যে তারা র‌্যাবের সদস্য কিনা।

তদন্তে অপহরণের বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102