অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ছয়জনকে আটক করেছে বিজিবি।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সীমান্তের তলুইগাছা, বৈকারি, হিজলদি ও মাদরাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে একজন নারী রয়েছেন।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, আটকরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিলেন। তাদের প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেটিনে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, গত তিন সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে তিন মানবপাচারকারীসহ ৫৪ জনকে আটক করা হয়েছে।