ads
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম

অবৈধভাবে মজুত ২৩৮ টন ধান-চাল; গুদাম সিলগালা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৭ বার পঠিত

ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ধান-চালের দাম। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিয়ে চলে যাচ্ছে দিন দিন। কেউ ক্ষোভ ঝাড়ছেন, কেউবা নিরবে সহ্য করছেন। এমন পরিস্থিতিতে অভিযান চালিয়েছেন নওগাঁ জেলা প্রশাসন।

তারইধারাবাহিকতায় ধান ও চাল অবৈধভাবে মজুত করার অভিযোগে এক চালকল মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। খাদ্য বিভাগ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে।

একইসাথে, মজুতকৃত ২০৩ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চালসহ গুদাম সিলগালা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার দিকে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই নির্দেশনা দেন।

অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়, নওগাঁ জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরানসহ জেলা খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবিষয়ে সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরান জানান, অবৈধ মজুতের কারণে মিলার এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে শহরের পার নওগাঁ সুফিয়া অটোমেটিক রাইস মিলে বিধি বহির্ভূতভাবে ধান ও চাল মজুত করা অবস্থায় পাওয়ার পর ওই মিলের মালিক শফিকুল ইসলাম নাথুর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়। পাশাপাশি মজুত করা চাল ও ধানের গুদামে সিলগালা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102