গ্রাহকপ্রিয়তা অর্জনের ব্যবসায়িক কৌশল হিসেবেই নির্দিষ্ট কিছু পণ্যে অস্বাভাবিক ছাড় দেয়া হয় ইভ্যালিতে।
দ্রুততম সময়ে গ্রাহকপ্রিয়তা অর্জনের ব্যবসায়িক কৌশল হিসেবেই নির্দিষ্ট কিছু পণ্যে অস্বাভাবিক ছাড় দেয়া হয় বলে জানিয়েছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাসেল। ইভ্যালি বেআইনি কোনো কর্মকাণ্ডে জড়িত নয় বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে এক অনলাইন সংবাদ সম্মেলনে রাসেল জানান, অর্থপাচারের মতো কোনো ঘটনার সঙ্গে ইভ্যালি বা তার কোনো সম্পৃক্ততা নেই। ইভ্যালির সাফল্য ঈর্ষান্বিত হয়ে কেউ অভিযোগ করে থাকতে পারে বলেও মনে করেন তিনি।
তিনি আরও বলেন, নিজস্ব ব্যবসায়িক কৌশলের ওপর ভর করে দ্রুততম সময়ে গ্রাহকপ্রিয়তা পেয়েছে তার প্রতিষ্ঠান। দেশি-বিদেশি ব্র্যান্ডের সঙ্গে সরাসরি চুক্তি থাকায় কম দামে পণ্য দেয়া সম্ভব হয় বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংক তাদের ব্যাংক হিসাব জব্দ করায় বর্তমানে ব্যবসা বাধাগ্রস্ত হলেও দ্রুতই এসব সমস্যার সমাধান করে আবারো ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেন তিনি।