যুব তৃণমূলের সভানেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষকে থানায় তলব করা হয়েছে। তার বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান’ এর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এমন তথ্যই প্রকাশ করেছে আনন্দবাজার।
পৌরসভা ভোটের আগে বেশ উত্তপ্ত ত্রিপুরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগরতলায় গিয়েছিলেন তিনি। শনিবার (২০ নভেম্বর) রাতে ভোট প্রচার শেষে হোটেলে ফিরছিলেন সায়নী। ফেরার পথে আগরতলার যানজটে আটকে যায় তার গাড়ি। চালকের পাশের ছিলেন সায়নী ঘোষ।
পেছনের বসা ছিলেন অর্পিতা ঘোষ ও সুদীপ রাহা। এ সময় লোকজন সায়নী দেখে হাত নাড়েন এবং ‘খেলা হবে’ বলে স্লোগান দেন। সায়নীর সঙ্গে থাকা তৃণমূল নেতারও ‘খেলা হবে’ বলে পাল্টা স্লোগান দেন। যানজট পেরিয়ে এক সময় হোটেলে প্রবেশে করেন সায়নী।
তৃণমূল নেতাদের অভিযোগ, সায়নী হোটেলে প্রবেশের পরই তা ঘিরে ফেলে পুলিশ। রোববার (২১ নভেম্বর) সকালে সায়নীর খোঁজে ওই হোটেলে আসে পুলিশ। এ সময় তাকে জোর করে থানায় নিতে যাওয়ার চেষ্টা করা হয়।
এ সময় বাধার মুখে পড়ে পুলিশ। সায়নীকে আটকের কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। পুলিশ জানায়, সায়নীর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান’ এর অভিযোগ আছে। এরপর আগরতলা মহিলা থানায় যান সায়নী। তার সঙ্গে ছিলেন সুস্মিতা দেব, কুণাল ঘোষ, অর্পিতা ঘোষ প্রমুখ।
অভিনেত্রী সায়নী ঘোষ গত বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মমতা ব্যানার্জি দল তৃণমূল কংগ্রেস থেকে। এরপর রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠেন। নির্বাচনের পর তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী করা হয় তাকে।