অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের ব্যথা থেকে রেহাই পেয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কিন্তু ভুগছেন মানসিক অবসাদে। সেই যন্ত্রণার কাহিনীই সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী। তিনি লেখেন, ৮ মাস আগে সব ওলটপালট হয়ে গিয়েছিল যখন দু’দু’টো অস্ত্রোপচার হয়েছিল। নিদারুণ যন্ত্রণায় বিছানায় পড়ে থাকতাম। এই যন্ত্রণা কবে শেষ হবে সেই অপেক্ষায় থাকতাম।
কিন্তু তারপরের দুশ্চিন্তা আর অবসাদের সঙ্গে এখনো লড়াই করছি। নিজেকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি সব ঠিক হতে সময় লাগবে। কিন্তু আমার কাজ পাগল মনটার এক্কেবারে ধৈর্য নেই।।