আগামী শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীতে পূর্ব ঘোষিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিত করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে এ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল।
সোমবার (২২ এপ্রিল) সমাবেশ স্থগিত করার কথা গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
রিয়াজ উদ্দিন জানান, আগামী শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। যার কারণে সমাবেশ আপাতত স্থগিত। শান্তি সমাবেশের তারিখ পরে জানানো হবে।