দেশে আওয়ামী লীগ নেই, তবে ঠিকই দখল লুটপাট চলছে এমন অভিযোগ করে আমার বাংলাদেশ পার্টির (এবি) যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, কারা করছে এখন? তারা কি ভারত থেকে এসেছে? না কি আসমান থেকে ফেরেশতা এসেছে?
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে ‘রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ গণ-সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোট প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ সমালোচনা করে বলেন, বারবার চোর, ডাকাত যে নির্বাচিত হয়, তাদের ভোট দেয় কারা? ফেরেশতা এসে কি ভোট দেয়? ১, ২ ও ৩ হাজার টাকা দিয়ে ভোট কিনে নির্বাচিত হয়। এরপর সেই টাকা চুরি করে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। রাজনীতির ধারা পরিবর্তন করতে হলে বিকাশ নগদের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আর এ জন্যই আমলা, আমরা রাজনৈতিক দল দায়ী।
ইনসাফের বাংলাদেশ গড়তে ঐক্য চাই: জামায়াতের আমিরইনসাফের বাংলাদেশ গড়তে ঐক্য চাই: জামায়াতের আমির
ঐক্যের যুদ্ধে আমাদের ব্যর্থতা আছে: মির্জা ফখরুলঐক্যের যুদ্ধে আমাদের ব্যর্থতা আছে: মির্জা ফখরুল
এবি পার্টির জেলা সাধারণ সম্পাদক চৌধুরী মশিউল আযম সাকিবের সঞ্চালনায় এবং লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশ উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক আরিফ হোসেনসহ অনেকে।
পরে রাতে শহরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মিট দা প্রেসে এ এবি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতবিনিময় করেন।