রাজশাহীতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কাল্পনিক গল্প’ পোস্ট করার মামলার আসামি ছাত্রশিবিরের এক নেতাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি ছাত্রশিবির নেতার আব্দুল মুকিত ওরফে রাজু (২৬) রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি বলে জানা গেছে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পর তাকে কারাগারে পাঠানো হয়।
রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমত আরা জানান, মামলার বাদী সাইদুর রহমান ওরফে বাদল পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি টানা তৃতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। সাইদুর রহমান বাদলের অভিযোগ, ২০১৭ সালের ২৭ মে ছাত্রশিবির নেতা মুকিত তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে একটি ‘কাল্পনিক গল্প’ পোস্ট করেন। এ ঘটনায় আওয়ামী লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়।
এ ঘটনার পরদিন সাইদুর রহমান রাজশাহীর পবা থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মুকিতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর পবা থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং তথ্য প্রমাণ তদন্ত সাপেক্ষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরে আদালতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করা হয়।
পিপি ইসমত আরা আরও জানান, মামলার বিচার চলাকালে সাইবার ট্রাইব্যুনালে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণে আসামির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হওয়ার পর রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল উপরিউক্ত সাজা ঘোষণা করেন।