মাত্র ১৭ মাস সংসার করেছেন রোশান-শ্রাবন্তী। ২০১৯-এর জুন মাসে গোপনে তৃতীয় বিয়ে সেরেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, এমনকি নাম পাল্টে শ্রাবন্তী সিংও হয়েছিলেন। বরের সঙ্গে আদুরে ছবিতে ভরে যেত শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ার দেওয়াল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই দাম্পত্যে সম্পর্কে চিড়। একথা অনেকেরই জানা একই দিনে জন্ম এই স্বামী-স্ত্রীর। তারিখটা ১৩ই অগস্ট। গত বছর এই তারিখে একসঙ্গে জন্মদিন পালন করতে দেখা গিয়েছিল দুজনকে। ছুটি কাটাতে সাগর পারেও হাজির ছিলেন।
কিন্তু তারপর থেকেই আচমকা ছন্দপতন। গত বছর দুর্গাপুজার সময় থেকে এক ছাদের তলায় থাকেন না এই জুটি। কিন্তু আইনত তারা স্বামী-স্ত্রী। শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশান। রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস অর্থাৎ বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা ধারায় মামলা করেছেন রোশান সিং। সম্প্রতি শিয়ালদহ কোর্টে সেই মামলার শুনানির দিন নির্দিষ্ট ছিল।
সমনও গ্রহণ করেও আদালত চত্বরে হাজির হননি নায়িকা। শ্রাবন্তীর আইনজীবী আদালতে উপস্থিত হয়ে মক্কলের তরফে কিছুটা সময় চেয়ে নেন। আদালতে দাঁড়িয়ে শ্রাবন্তীকে জানাতে হবে তিনি আদতে রোশানের সঙ্গে সংসার করতে চান কিনা। আদালত শ্রাবন্তীর প্রার্থনা মেনে মামলার পরবর্তী দিন ঘোষণা করেছে। এই মামলার পরবর্তী তারিখ ২১ অগস্ট। সুতরাং আগস্ট পর্যন্ত রোশান-শ্রাবন্তীর বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে না তা নিশ্চিত।