বগুড়া জেলা প্রতিনিধি; আগামীকাল রবিবার (২৩ আগস্ট) বগুড়া রাজাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাজ ভান্ডারের সত্ত্বাধিকারী শিব শংকর প্রসাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের উক্ত তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোকের মায়া ত্যাগ করে তিনি পরলোক গমন করেছিলেন। করোনা দুর্যোগের কারণে এই বছর স্বাস্থ্যবিধি’র কথা চিন্তা করে তার মৃত্যুবার্ষিকীতে বড় কোন আয়োজনের পরিকল্পনা না হলেও শহরের উত্তর চেলোপাড়া নিগমানন্দ সারস্বত আশ্রমে স্বর্গীয় শিব শংকর প্রসাদের আত্মার শান্তি কামনা করে ধর্মীয় বিধি অনুযায়ী বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে মর্মে নিশ্চিত করেছে তার পরিবারের সদস্যরা। অত্যন্ত পরোপকারী, সৎ এবং নীতিবান এই ব্যবসায়ীর ৪র্থ মৃত্যুবার্ষিকী তে বগুড়াসহ দেশব্যাপী সকল আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্খীদের কাছে সৃষ্টিকর্তার কাছে তার আত্মার শান্তি কামনায় আর্শীবাদ প্রার্থনা করেছেন স্বর্গীয় শিব শংকর প্রসাদের স্ত্রী দেয়ন্তি রানী প্রসাদ, তার ৩ পুত্র ও কণ্যা যথাক্রমে বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার প্রসাদ, পরিতোষ প্রসাদ, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি বগুড়া জেলা শাখার সভাপতি ও জার্নালবিডি২৪.কম এর প্রকাশক পরিমল প্রসাদ রাজ এবং কণ্যা সীমা রানী প্রসাদ।