আগামী বছরের ১১ থেকে ১৯ মার্চ ঢাকায় বসবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। এশিয়ান হকি ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে টুর্নামেন্টের দিনক্ষণ।
চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরের হোস্ট হওয়ার জন্য গেলো সপ্তাহেই বাংলাদেশকে প্রস্তাব দেয়া হয়েছিলো। বাংলাদেশ হকি ফেডারেশনের সম্মতিতে আন্তর্জাতিক হকি ফেডারেশনও নতুন তারিখ অনুমোদন করেছে। এ বছরের ১৭ থেকে ২৭ নভেম্বর মাঠে গড়ানোর কথা ছিল এশিয়ার মর্যাদার এ টুর্নামেন্ট, তবে স্থগিত করা হয় করোনাভাইরাসের কারণে।
২০১১ সাল থেকে হয়ে আসা এ টুর্নামেন্টে অংশ নিয়ে আসছে এশিয়ার সেরা ৬ দল। আয়োজক হওয়ার সুবাদে এবারই প্রথম মর্যাদাপূর্ণ এই হকি টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে জিমি, আশরাফুলদের।