প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের একযুগের শাসনামলে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্থবির করে দেয়া হয়।
মহামারি করোনা ভাইরাসের মতো দুর্যোগ মোকাবেলায় দেশবাসীকে সবসময় পাশে পাওয়ার আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সাহসের সাথে এই দুর্যোগ মোকাবেলায় সম্মুখ যোদ্ধাদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, করোনায় প্রণোদনার মাধ্যমে অর্থনীতির চাকাকে সচল রাখার চেষ্টা করা হয়েছে।