গরম আর আদালতের ভেতরে ধাক্কাধাক্কির কারণে পরীমণি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। বলছিলেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
রোববার (১০ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন নিতে আদালতে হাজির হন পরীমণি।
জানা গেছে, আদালতে প্রবেশের পর থেকেই অসুস্থ বোধ করেন তিনি।
এদিকে শুনানি শেষে আদালতে এজলাসের বেঞ্চে সঙ্গীদের কোলে মাথা রেখে শুয়ে থাকেন পরীমণি। নায়িকার আইনজীবীরা তাকে কাগজ নেড়ে বাতাস দেয়ার চেষ্টা করেন। সেখানে আধা ঘণ্টার মতো ছিলেন তিনি। শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলে তাকে আদালত থেকে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়।
এদিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত পরীমণি ও তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে তাদের জামিনের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। শুনানি শেষে আদালত তিনজনের অস্থায়ী জামিনের আদেশ দেন।